শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৪:৫৪

চাঁপাইনবাবগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

 চাঁপাইনবাবগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: মুখে কালো কাপড় বেঁধে পঞ্চগড় দেবীগঞ্জের পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যা এবং বিভিন্ন মঠ ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার দুপুরে বাংলাদেশ সনাতন ফেডারেশন এর উদ্যগে শহীদ সাটু হলের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতন ফেডারেশনের সভাপতি মৃনাল কান্তি সরকার, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির জেলা শাখার সভাপতি মোহিত কুমার দাঁ, তরুন কুমার সাহা, শংকর কুমার সাদ, প্রনব কুমার পালসহ অন্যরা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে এমনকি পুরোহিতদের হত্যা করা হচ্ছে যেন সংখ্যালঘুরা তাদের ধর্মাচার স্বাভাবিকভাবে পালন করতে না পারে। কিন্তু বিভিন্ন মঠ ও মন্দিরে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোন কঠোর ব্যবস্থা এখনও নেয়া হয়নি। আর এ কারণেই দুস্কৃতিকারীরা একের পর এক অঘটন ঘটিয়েই চলেছে। মানববন্ধনে পঞ্চগড় দেবীগঞ্জের পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয় একই সাথে বিভিন্ন মন্দিরে হামলাকারিদেরও শাস্তির দাবি জানান বক্তারা।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে