বুধবার, ০২ মার্চ, ২০১৬, ১১:৪৪:৫৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহুরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হাসানপুর গাইপাড়া গ্রামের ধুলুর ছেলে বেনজীর (২২)।

মঙ্গলবার দিবাগত রাতে গরু আনতে বেনজির সহ কয়েকজন পদ্মা (গঙ্গা) নদী পার হয়ে ভারতে প্রবেশ করলে বুধবার ভোররাত ৩টার দিকে ভারতের গাড়িহারা এলাকায় চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হয় বেনজীর। এ সময় তার সাথে থাকা অনান্যরা বেনজীরের মরদেহ  নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এ ব্যাপারে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আহমেদ জুনাইদ আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিএসএফ এর গুলিতে প্রথমে আহত হয় বেনজীর নামে এক গরু চোরাকারবারী। তখন তার সাথের লোকজন তাকে নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে এবং বুধবার ভোররাতে সে তার নিজের বাড়িতে মারা যায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) বুধবার ভোররাত ৩টার সময় বেনজির নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। সকাল পৌনে এগারটায় তিনি জানান, নিহতের মরদেহ তার বাড়ীতেই আছে এবং পুলিশের একটি দল মরদেহ উদ্ধারে তার বাড়ীতে গেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং মরদেহ উদ্ধারের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে