বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৭:৪৪:৫৮

চাঁপাইনবাবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে এবার দ্বিতীয়বারের মত বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটে রাজশাহী ব্লাইন্ড ক্লাবের বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্লাইন্ড ক্লাব ৬০ রানে জয়লাভ করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে চাঁপাইনবাবগঞ্জ দল নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু ৮৪, ইব্রাহীম ৫৩ ও আসিফ ৩৫ রান করে। রাজশাহী দলের মুনসুর ৩ উইকেট লাভ করে। জবাবে রাজশাহী দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসলাম ৩৮ ও মুনসুর ১৭ রান করে। চাঁপাইনবাবগঞ্জ দলের ইব্রাহিম ২ উইকেট লাভ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্লাইন্ড ক্লাবের আয়োজনে সাদা ঝুনঝুনি বল দিয়ে (সাউন্ড বল) গড়ানো বোলিংয়ের খেলা উপভোগ করেন চাঁপাইনবাবগঞ্জের বহু দর্শক। বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক নিয়মানুযায়ী শূণ্য থেকে পাঁচ ভাগ দেখতে পাওয়া (বি-১), ৫০ ভাগ পর্যন্ত দেখতে পাওয়াদের মধ্যে (বি-২) ও এরপর ৮০ ভাগ পর্যন্ত দেখতে পাওয়া (বি-৩) এই তিন ধরনের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেটের দল গঠন করা হয়। দলের মধ্যে বি-১ ক্যাটাগরির চার জন থাকতেই হবে। তিন বছর আগে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দল প্রথমবারের মত অংশ নেয়। জেলায় জেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ক্রিকেট খেলার মধ্য দিয়ে শক্তিশালী জাতীয় ক্রিকেট দল গঠনের প্রক্রিয়া শুরু হওয়া দরকার বলে খেলা দেখতে আসা অনেকেই মত প্রকাশ করেছেন।
৩ মার্চ,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে