জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার (পুরোনো সিলেবাস অনুযায়ী) ইংরেজী আবশ্যিক বিষয়ের পরীক্ষায় রোববার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সোলেমান মিঞা ডিগ্রী কলেজ কেন্দ্রে এক ভূয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মহসিন আলী ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, উপজেলার রহনপুর ইউসুফ আলী কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী শহিদুল ইসলামের বদলে পরীক্ষা দিচ্ছিলেন রাজশাহী উপশহরের অনিক মুক্তাদির। বেলা সোয়া তিনটার দিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকের কাছে তিনি ধরা পড়েন। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে অধ্যক্ষ বাদী হয়ে গোমস্তাপুর থানায় অনিক মুক্তাদির ও শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস