বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৬:০৮:২১

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সংবাদ সম্মেলন

 মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সংবাদ সম্মেলন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় শহীদ সাটু হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,জেলা ইউনিট কমান্ড সংবাদ সম্মেলনটির আয়োজন করে। সম্মেলনে জেলা ইউনিট কমান্ডার সিরাজুল হক লিখিত বক্তব্য উপস্থাপণ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার সম্মাণী ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে সাম্প্রতিক যাচাই-বাছাইয়ে সদর উপজেলা ইউনিট কমান্ডার খাইরুল ইসলাম সহ ৩২ জন মুক্তিযোদ্ধার ভাতা যথাযথ কাগজপত্র না থাকায় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নিয়মানুযাযী স্থগিত করা হয়েছে। কিন্তু বন্ধ হওয়া ভাতা পুণরায় চালরু  জন্য গত ৩ মার্চ সদর উপজেলা পরিষদে মানববন্ধন করেছে ঐ সকল ভূয়া মুক্তিযোদ্ধারা। তারা আমরণ অনশন সহ বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছে। তাদের কর্মকান্ডের প্রকৃত চিত্র তুলে ধরা ও এই ঘৃন্য ষড়যন্ত্রের প্রতিবাদেই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। অজ্ঞাত কারণে এসব ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হয়েছিল বলেও সংবাদ সম্মেলনে দাবী করা হয়। এসব ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা চালুর জন্য জেলার মুক্তিযোদ্ধাদের মধ্য থেকেই আবারও ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় জেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম, সদর উপজেলা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন, সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার কমান্ডার আব্দুর রহমান, জেলা সদস্য আশরাফুল ইসলাম সহ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে