জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নানা আইনী জটিলতার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচনের আড়াই মাসের মাথায় দায়িত্ব নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পরিষদ।
এ উপলক্ষে সোমবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের আয়োজনে নবনির্বাচিত ও বিদায়ী পরিষদের সংবর্ধণা অনুষ্ঠান হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বিদায়ী মেয়র আব্দুল মতিন, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণকারী ১নং প্যানেল মেয়র সাইদুর রহমান, পৌর সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম সহ বিদায়ী ও নবনির্বাচিত কাউন্সিলরগণ। নবনির্বাচিত পরিষদ শতবর্ষের প্রাচীন প্রথম শ্রেণীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে গন্যমান্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) নজরুল ইসলাম নির্বাচিত হবার পর একাধিক মামলায় হাজতে থাকায় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হয়। এ পরিস্থিতিতে সোমবার নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ করলেন।
১৩ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস