জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট আম ফাউন্ডেশন অডিটোরিয়ামে রবিবার দিনব্যাপী আম রপ্তানী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় রপ্তানীযোগ্য আম উৎপাদনের আধুনিক কলাকৌশল এবং আম ও আমজাত পণ্যের রপ্তানী সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের (আম গবেষনা কেন্দ্র) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন ও আশরাফুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. আজিজুর রহমান প্রমূখ । প্রশিক্ষণ কর্মশালয় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ,পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির উপর জোর দেন উপস্থিত ৬০ জন আম চাষী ও ব্যবসায়ী।
১৭ এপ্রিল,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস