জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: তৃতীয় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ও নাচোলের ৩ ইউনিয়নে শনিবার ২৩ এপ্রিল অনষ্ঠিতব্য ভোট প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচনী সরঞ্জাম নিয়ে ভোট গ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। টানটান উত্তেজনার মধ্যেও পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ভোটররাও । সুন্দর নির্বাচনের আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট সকলেই।
জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম জানান শুক্রবার সন্ধ্যায় জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ৬ জন রিটার্নিং অফিসার, ১২১ জন প্রিজাইডিং, ৬৫২জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৩০৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। অপর দিকে প্রতিটি ভোট কেন্দ্রে ২০ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে ৩ জন পুলিশ ও ৪ জন আর্মড আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। থাকবে ভিডিপির নারী সদস্যরা। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৩ টি টিম ও পুলিশের ৫ টি টিম। প্রতি দুই ইউনিয়নে একজন করে ৭ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। ১৩ টি ইউনিয়নের প্রতিটিতে পুলিশের একটি করে ১৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। ১৩টি ইউনিয়নের ৭০টি ভোট কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। ১৩ ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ১২১টি এবং ভোটার রয়েছেন ২ লাখ ৩০ হাজার ৩৪২ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪৬ জন এবং পূরুষ ভোটার ১লাখ ১৬ হাজার ১৯৬ জন। নির্বাচন অফিস জানায়, ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬২ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
অপরদিকে নাচোলের ৩ ই্উনিয়নেও একই ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার সেজারুদ্দিন ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাসিরুদ্দিন। ৩ ইউনিয়নে ৩৮ টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। ৩টি ইউনিয়নে ৬৬ হাজার ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ জানান, নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ করতে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য নির্বাচনী এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারসহ ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি এবং আর্মড আনসার ও ভিডিপি মোতায়েন থাকবে । ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১৪ জন প্রার্থী।
২২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস