রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬, ০৯:০২:২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোলের ১৬ ইউনিয়নের ফলাফল

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোলের ১৬ ইউনিয়নের ফলাফল

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: তৃতীয় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ও নাচোলের ৩ ইউনিয়নে শনিবার গভীর রাতে বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জয়লাভ করেছেন নৌকা প্রতীক নিয়ে আ’লীগের ৮ জন, বিদ্রোহী আ’লীগ ৪ জন, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ১ জন ও স্বতন্ত্র (জামায়াত সমর্থিত) ৩ জন প্রার্থী। দিবাগত রাত আড়াইটায় (২৪.০৪.১৬) সদর উপজেলার ৬ রির্টানিং কর্মকর্তার পক্ষে নির্বাচনী ফলাফল ঘোষনার সহযোগী কর্মকর্তা  ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান বেসরকারী ফলাফল ঘোষনা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বারঘরিয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র-জামায়াত প্রার্থী আবুল খায়ের। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৭২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের নৌকা প্রতিক নিয়ে হারুন অর রশিদ পেয়েছেন ৫৫৬৫ ভোট। মহারাজপুরে আ’লীগের এজাবুল হক বুলি নৌকা নিয়ে ৯৬০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী জাতীয় পার্টির নজরুল ইসলাম সোনা লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৪৭৫৪ ভোট। রাণীহাটীতে আ’লীগের মহসিন আলী নৌকা প্রতিকে জয়ী হয়েছেন ৬৪৩০ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র-জামায়াতের হাবিবুর রহমান মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৫৭৯৪ ভোট। সুন্দরপুরে আ’লীগের হাবিবুর রহমান নৌকা প্রতিকে জয়ী হয়েছেন ৬৬৯০ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের বিদ্রোহী আমানুল্লাহ বাবু আনারস প্রতিকে পেয়েছেন ৫৬৮১ ভোট। নারায়নপুরে বিদ্রোহী আ’লীগ কামাল হোদা ঘোড়া প্রতিকে জয়ী হয়েছেন ৪৯৬৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের আলমগীর কবির নৌকা প্রতিকে পেয়েছেন ৩৭১৫ ভোট। ইসলামপুরে বিদ্রোহী আ’লীগ আকতারুজ্জামান মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৬৬২০ ভোট। নিকটতম প্রার্থী আ’লীগের জসিমউদ্দিন নৌকা প্রতিকে পেয়েছেন ৬৬১৭ ভোট। এখানে মাত্র ৩ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। দেবীনগরে বিদ্রোহী আ’লীগ আব্দুর রাজ্জাক আনারস প্রতিকে ৫৭১৪ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের হাফিজুর রহমান নৌকা প্রতিকে পেয়েছেন ৪৫০২ ভোট। চরবাগডাঙ্গায় বিদ্রোহী আ’লীগ শহীদ রানা টিপু মোটরসাইকেল প্রতিকে জয়ী হয়েছেন ৭০৫২ ভোট পেয়ে। নিকটতম প্রার্থী আ’লীগের ওমর আলী নৌকা প্রতিকে পেয়েছেন ৩১৮৮ ভোট। গোবরাতলায় আ’লীগের আসজাদুর রহমান মানু মিয়া নৌকা প্রতিক নিয়ে জয়ী হয়েছেন ৬৭৪৯ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী বিএনপির রবিউল ইসলাম টিপু ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৫৯৮০ ভোট। ঝিলিমে বিএনপির তসিকুল ইসলাম ধানের শীষ প্রতিকে বিজয়ী হয়েছেন ৭৩৬৫ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের গোলাম লুৎফল হাসান পেয়েছেন ৫৩৭৫ ভোট। চরঅনুপনগরে আ’লীগের সাদিকুল ইসলাম বাচ্চু নৌকা প্রতিকে পেয়েছেন ২১৪৯ ভোট। নিকটতম প্রার্থী বিদ্রোহী আ’লীগের আব্দুল বাদী বাদশাহ আনারস প্রতিকে পেয়েছেন ১৯৩৯ ভোট। বালিয়াডাঙ্গায় আ’লীগ তরিকুল ইসলাম নৌকা প্রতিকে জয়ী হয়েছেন ৮১৯৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দী স্বতস্ত্র-জামায়াতের একরামুল হক মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৭৬৪০ ভোট। শাজাহানপুরে আ’লীগের আব্দুস সালাম নৌকা প্রতিকে ৫০৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী বিদ্রোহী আ’লীগের আব্দুর রশিদ আনারস প্রতিকে পেয়েছেন ৪১৭৫ ভোট।

নাচোল:
নাচোল উপজেলার ৩ ইউনিয়নে উপজেলা নির্বাচন ও রির্টার্নিং কর্মকর্তা সেজারুদ্দিন রাত ১২ টায় বেসরকারী ফলাফল ঘোষনা করেন। নাচোল সদর ইউনিয়নে ৭৫৮৪ ভোট পেয়ে আনারস প্রতিকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র-জামায়াত প্রার্থী মো.ইনায়েতুল্লাহ। নিকটতম প্রার্থী ছিলেন আ’লীগের নৌকা প্রতিকের আবদুস সালাম। তিনি পেয়েছেন ৭৪৮৪ ভোট। নেজামপুরে ন্বতন্ত্র-জামায়াত প্রার্থী আমিনুল হক মোটরসাইকেল প্রতিকে ৬১৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতিকের আব্দুল আওয়াল। তিনি পেয়েছেন ৩৯৮৪ ভোট। ফতেপুরে আ’লীগের ইসরাইল হক নৌকা প্রতিকে জয়ী হয়েছেন ৫৭৩৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির সাদির আহমেদ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪৩৬৭ ভোট।
২৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে