নিউজ ডেস্ক : আবারো ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রামসহ পার্বত্য চট্টগ্রাম। এদিন ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার বিকেলে ৫টা ২৯ মিনিট ২১ সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্ক্রেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার অঞ্চলে। ঢাকা আবহাওয়া অফিস থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৩২ কিলোমিটার।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা আবহাওয়া অফিস।
তবে ভূমিকম্পে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফায়ার সার্ভিস।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম