চট্টগ্রাম : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়ে কফিনে ঢুকে গেছে। এখন নড়াচড়া দেয়ার শক্তিও হারিয়ে ফেলেছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ২০১৩ সালে ময়মনসিংহে আমাকে উদ্দেশ করে বিএনপি নেত্রী বলেছিলেন, এরশাদের জায়গা হবে জেলখানায়। লাশও কেউ দেখতে পাবে না। কিন্তু বিএনপি এখন কোথায়? লাশ কে হবে তা এখন দেখার অপেক্ষায় আছি।
তিনি বলেন, বিএনপি-আওয়ামী লীগ এখনো আমাকে ভয় পায়। যদি রাষ্ট্রপতি শাসিত নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে।
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবিন মোরশেদ এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি।
মহানগর সদস্য সচিব এয়াকুব হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম এমপি, সিরাজুল ইসলাম মাস্টার, নোমান মোহাম্মদ এমপি, মো. ইলিয়াছ এমপি, পীর ফজলুর রহমান এমপি, সাবেক সাংসদ গোলাম কিবরিয়া, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।
১০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর