সোমবার, ২০ মার্চ, ২০১৭, ০৫:৩৫:৪৪

চট্টগ্রামে দুটি জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে পুলিশ

চট্টগ্রামে দুটি জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে পুলিশ

চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি দুইটি ঘিরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ি দুইটিতে তল্লাশি চালানো হবে।

চট্টগ্রাম পুলিশের ডবল মুরিং জোনের সহকারী কমিশনার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় এখন ব্লক রেইড চলছে। কিছুক্ষণ পরে বাড়িটিতে তল্লাশি চালানো হবে।’ এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। বাড়িটির নাম ‘মমহ নিবাস’।

এদিকে ওই একই থানার কাট্টলি এলাকায় আরও একটি বাড়ি পুলিশ ঘিরে রেখেছে বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে গত বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ‘আত্মঘাতী বিস্ফোরণে’ দুই জঙ্গি ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়। পরে ওই ভবন থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে