চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দু’টি বাড়িতে তল্লাশি শেষ করেছে পুলিশ। জেলার আকবর শাহ থানার কর্নেলহাট ও উত্তর কাট্টলিতে অবস্থিত বাড়ি দু’টিতে তল্লাশি চালালেও কিছুই পাওয়া যায়নি। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুই বাড়িতে তল্লাশি শেষ করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার ফারুক উল হক।
দুই বাড়িতে তল্লাশি শেষের খবর জানিয়ে ফারুক উল হক বলেন, ‘বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী ব্লক রেইড চলছে। এরই অংশ হিসেবে আকবর শাহ থানার ওই দুই বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এই অভিযানে বাড়ি দুইটিতে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি।’
দুইটি বাড়ির মধ্যে উত্তর কাট্টলির বাড়িটিতে তল্লাশি চালায় সোয়াত। সাধারণ অভিযানে সোয়াতের ব্যবহার না থাকলেও ওই বাড়িতে কেন সোয়াতকে কাজে লাগানো হয়েছিল—এ প্রশ্নের জবাবে ফারুক উল হক বলেন, ‘আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই সোয়াত টিমকে সঙ্গে নেওয়া হয়েছিল। অনেক সময় জঙ্গিবিরোধী অভিযানে হামলা হয়ে থাকে। এতে আমাদের সদস্যরা হতাহত হন। এ ধরনের কোনও হামলা এড়াতেই আমরা নিরাপত্তার খাতিরে সোয়াত টিমকে সঙ্গে নিয়েছিলাম।’
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকবর শাহ থানার উত্তর কাট্টলি এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে ইশান মহাজন ঘাট রোডের একটি বাড়ি ও একই থানার কর্নেলহাটের সিডিএ আবাসিক এলাকায় ‘মমহ নিবাস’ নামের আরেকটি বাড়িকে ঘিরে ফেলে পুলিশ। এসময় পুলিশের সোয়াত টিমও সঙ্গে ছিল।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস