শনিবার, ০১ এপ্রিল, ২০১৭, ০১:২১:৪৭

প্রায় মন্ত্রী, উপদেষ্টাই তো কাউয়া, কাউয়া তো আসবেই : ওমর ফারুক

প্রায় মন্ত্রী, উপদেষ্টাই তো কাউয়া, কাউয়া তো আসবেই : ওমর ফারুক

চট্টগ্রাম থেকে : রাজনীতিতে যুগে যুগে কাউয়ারা ছিল, থাকবে। এ কাউয়াদের কাকে কোথায় রাখবে এ নিয়ে দলের হাই কমান্ডই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের প্রায় মন্ত্রী, উপদেষ্টাই তো কাউয়া। কাউয়া তো আসবেই। কারণ, মিষ্টি যেখানে, পিঁপড়া সেখানে। এসব কাউয়ার আগমন যুগে যুগে থাকবে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

চট্টগ্রামে সাংগঠনিক সফরকালে গতকাল সন্ধ্যায় ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বক্তৃতায় বলেন, ‘দলের ভিতর কাউয়া’ ঢুকেছে।

কুমিল্লা নির্বাচন প্রসঙ্গে যুবলীগ চেয়ারম্যান বলেন, দিনে অভিযোগ রাতে চুপ। এই নির্বাচনই প্রমাণ করে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন সম্ভব। ফলে, আগামী নির্বাচনও যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে। এবং তা নিরপেক্ষও হবে। আগামীতে জাতি তা দেখবে। সাদাকে কালো এবং কালোকে সাদা বলাই এখন বিএনপির মূল রাজনীতি। বিভিন্ন পেশাজীবী সংগঠনে বিএনপির সমর্থিত প্যানেল জয়ী হচ্ছে। তারপরও তারা অবিবেচনাপ্রসূত হয়ে সরকারের বিরোধিতাই করে যাচ্ছে। এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে আমরা মনে করি।    

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের তিন সাংগঠনিক কমিটির সঙ্গে জরুরি বৈঠকসহ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। গতকাল রাতে আগ্রাবাদ হোটেলে উক্ত তিন সাংগঠনিক কমিটির শীর্ষ নেতাসহ নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানান চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ। শনিবার সকালে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
০১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে