রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১২:৩০:০৮

পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধস্তাধস্তি, আটক ৭

পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধস্তাধস্তি, আটক ৭

চট্টগ্রাম: ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল আলম নূরু (৪৫) হত্যার প্রতিবাদে চট্টগ্রাম জেলায় অর্ধদিবস হরতাল চলছে। রোববার সকালে হরতালের সমর্থনে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ ৭ নেতাকর্মীকে আটক করেছে।
 
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকার বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশি বাধার কারণে হরতাল সমর্থকরা বিএনপি কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা করে।
 
এদিকে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের নেতৃত্বে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। হরতাল ঘিরে বিএনপি অফিসের বাইরে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। তারা কোনো নেতাকর্মীকে রাস্তায় জড়ো হতে দিচ্ছে না।
 
হরতালে নগরীতে গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলতে দেখা গেছে। এতে এইচএসসি পরীক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা দর্ভোগে পড়েন।
 
উল্লেখ্য, গত ২৯ মার্চ (বুধবার) রাতে নগরীর চকবাজার এলাকার নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন (বৃহস্পতিবার) বিকেলে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় নুরুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে