নতুন বিসিএস ক্যাডারদের জন্য সুখবর
চট্টগ্রাম : নতুন বিসিএস ক্যাডারদের জন্য সুখবর দিলেন অতিরিক্ত সচিব ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান। তিনি বলেছেন, নতুন বিসিএস ক্যাডারে যারা নিয়োগ পেয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের নির্দেশে নতুন একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
খন্দকার আখতারুজ্জামান বলেন, ক্যাডার সার্ভিসে যোগদানের প্রথম ৫ বছরের মধ্যে তারা যদি স্থায়ী হয়ে যায় তাদের জন্য একটি ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, এ প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ১ হাজার ফ্লাট তৈরির প্রক্রিয়া চলছে। বিসিএস ক্যাডার কর্মকর্তারা চাকরিতে যোগদানের সাথে ফ্ল্যাটের নিশ্চয়তা পেলে প্রশাসনে দুর্নীতি কমে আসবে।
রাজধানী ছাড়াও পরবর্তীতে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিএস কর্মকর্তাদের জন্য ফ্লাট নির্মাণ করা হবে বলে জানান তিনি।
আজ শুক্রবার মিরসরাইয়ের কিছমত জাফরাবাদ ও সোনাপাহাড় এলাকায় নির্মিতব্য সরকারি আবাসন প্রকল্প পরিদর্শনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আবাসন প্রসঙ্গে খন্দকার আখতারুজ্জামান বলেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকায় মিরসরাইতে সোনাপাহাড় ও কিছমত জাফরাবাদ এলাকায় ১৬ একর করে মোট ৩২ একর জমিতে সরকারি আবাসন প্রকল্প নির্মাণ হচ্ছে। সোনাপাহাড় এলাকায় ২৮৩টি ফ্ল্যাট নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
এদিকে কিছমত জাফরাবাদ এলাকায় ১৭২টি ফ্ল্যাট তৈরির জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসিম হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকতা জিয়া আহমদ সুমন, সহকারী কমিশনার (ভূমি) সরকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�