বুধবার, ২৪ মে, ২০১৭, ১২:২৫:৫৮

চট্টগ্রাম বন্দরে, চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ

চট্টগ্রাম বন্দরে, চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ

চট্টগ্রাম: চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার চাং চুন, ফ্রিগেট জিং ঝু এবং লজিস্টিক্স শিপ চাও হু আজ মঙ্গলবার সকালে চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে।

জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান চীনা নৌ সদস্যদের স্বাগত জানান।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির উর্ধ্বতন কর্মকর্তা ডেপুটি কমান্ডার অব দি ইস্ট ফ্লিট, রিয়ার এডমিরাল শেন হাও চীনা জাহাজের

অধিনায়কগণ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের, রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ চট্টগ্রামস্থ নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল – আশার আলো ও চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়।

এর আগে, জাহাজ তিনটি দেশের পানিসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ও প্রত্যয় তাদের অভ্যর্থনা জানায়। জাহাজ তিনটি আগামী ২৬ মে বাংলাদেশ ত্যাগ করবে ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে