নিউজ ডেস্ক : আজীবন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক থাকবেন বর্তমানে দায়িত্বরত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। তার জীবদ্দশায় কাউকে কখনোই এ পদে দায়িত্বে নিয়োগ দেয়া হবে না।
এছাড়া শফীর শারীরিক অসুস্থতার জন্য তাকে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে সহকারি পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পাশাপাশি আল্লামা মুফতি নূর আহমদকে শিক্ষাসচিব ও মাওলানা আনাস মাদানিকে সহকারি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার সকালে শুরু হওয়া মাদরাসার সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি মজলিসে শূরার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আল্লামা শফীর ব্যক্তিগত প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগ, হিসাব বিভাগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর দীর্ঘ পর্যালোচনা ও নিরীক্ষা করা হয়।
বৈঠকে শূরার সব সদস্য মহাপরিচালকের পরিচালনায় মাদরাসার অভূতপূর্ব উন্নতি, প্রশাসনিক শৃঙ্খলা, এবং স্বচ্ছ ও সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করেন।
মহাপরিচালকের পদ থেকে শফী অবসরে যাচ্ছেন বলে কিছু সংবাদপত্রে পরিবেশিত সংবাদকে চরম বিভ্রান্তিকর বলে আখ্যা দেন শূরার সদস্যবৃন্দ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস