বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ১২:১৫:৪০

চট্টগ্রামে আকদ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি, শিল্পপতিসহ ১৫/২০ জন মন্ত্রী-এমপির উপস্থিতি

চট্টগ্রামে আকদ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি, শিল্পপতিসহ ১৫/২০ জন মন্ত্রী-এমপির উপস্থিতি

চট্টগ্রাম: চট্টগ্রামের একটি রাজকীয় আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার রাতে। এনিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে নগরীতে। অনুষ্ঠানে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের নামকরা শিল্পপতি মন্ত্রী এমপিসহ আমন্ত্রিত ১৬ শতাধিক অতিথি।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৫/২০ জন মন্ত্রী ও এমপি।

সোমবার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে জমকালো এ এনগেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরে নগরীর বায়তুশ শরফ মসজিদে এই বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।

দেশের অন্যতম শিল্পগ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বড় ভাই মোরশেদুল আলমের ছেলে বর মাহমুদুল আলম আকিব। আর কনে ইশফাক আরা জাহান রাফিকা চট্টগ্রামের সীতাকুণ্ডের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের মেয়ে।

এস আলম গ্রুপের হেড অব করপোরেট হুমায়ুন কবির জানিয়েছেন, এস আলম গ্রুপের ব্যবসায়িক, সামাজিক ও পারিবারিক পরিমন্ডলের ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, আমন্ত্রিত অতিথিদের তালিকায় এরশাদ, সালমান এফ রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও আছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী।

এদিকে, কনের বাবা আওয়ামী লীগ নেতা দিদারুল আলম এমপি জানান, এনগেজমেন্ট অনুষ্ঠানে আপাতত: সীমিত পরিসরে দুই পক্ষের নিকটজনরা উপস্থিত থাকবেন। পরবর্তীতে আরও বড় আকারে বিয়ের মূল অনুষ্ঠান করা হবে।

আওয়ামী ঘরনার প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার। দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের মালিকানা আছে এই প্রতিষ্ঠানটির হাতে।

চীনা বিনিয়োগে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুতকেন্দ্র নির্মাণ করছে এস আলম গ্রুপ। যা নিয়ে কিছু দিন আগে বেশ বির্তক উঠে। এবং এর বিরোধীতা করতে গিয়ে মারা যায় ৫ নিরীহ গ্রামবাসী। এছাড়াও দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টিভির মালিকানাও এই শিল্প পরিবারের হাতে।

এসবের পাশাপাশি পরিবহন, ভোজ্যতেল, চিনি, সিমেন্ট, স্টিলসহ আরও অনেকগুলো শিল্প কারখানা আছে প্রতিষ্ঠানটির। অন্যদিকে, কনের বাবা দিদারুল আলম এমপি চট্টগ্রামের আরেক শীর্ষস্থানীয় শিল্প পরিবার মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক। শিপ ব্রেকিং শিল্প, সিমেন্ট, স্টিলসহ নির্মাণ সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত এই গ্রুপ।
.
রেডিসন ব্লু বে-ভিউ হোটেল সূত্রে জানা গেছে, এই এনগেজমেন্ট অনুষ্ঠানে অতিথির সংখ্যা ১৬শ’, যার মধ্যে বেশ কয়েকজন ভিআইপি আছেন।
অতিথিদের জন্য কাচ্চি বিরিয়ানী, গরুর মেজবানি মাংস, চিংড়ি, চিকেনসহ মোট ১০ পদের খাবারের আয়োজন করা হয়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে