শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৫:৫৪:২৮

৩০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে চট্টগ্রাম লণ্ডভণ্ড, নিহত ১

 ৩০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে চট্টগ্রাম লণ্ডভণ্ড, নিহত ১

চট্টগ্রাম : নগরীতে মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিশারিঘাট ও বাকলিয়ার কিছু এলাকা।

টনের্ডোর আঘাতে নিহত হয়ছেন রাসেল দে (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা। আহত হয় আরও দুইজন। এরা হচ্ছেন- বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার আবদুল খালেক (৪০) এবং কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল দে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফিশারিঘাট এলাকায় হঠাৎ করে টনের্ডো আঘাত হানে। এতে ফিশারিঘাট ও বাকলিয়ার কিছু এলাকা ঘর-বাড়ি ও দোকান পাঠ ক্ষতিগ্রস্থ হয়। প্রচণ্ড বাতাসে ফিশারিঘাট সড়কের পাশে থাকা একটি ঝুপড়ি ঘর উপড়ে তিন পথচারীর উপর গিয়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে