চট্টগ্রাম : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এবার ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইন্দোনেশিয়া সরকারের পাঠানো ত্রাণবাহী প্রথম কার্গো বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার। সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্দোনেশিয়া থেকে ১০ মেট্রিকটন চাল নিয়ে আরেকটি উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেছে বলে তিনি জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে ত্রাণগুলো বুঝে নেন। ইন্দোনেশিয়ার অ্যাম্বাসেডর রিনা পি সুমার্নো তার কাছে ত্রাণসামগ্রীগুলো তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার বলেন, ‘বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার ত্রাণবাহী প্রথম কার্গো বিমানটি শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। এই উড়োজাহাজে ৫ হাজার কম্বল ও ১০ সেট তাঁবু আছে। সন্ধ্যা সাড়ে ৭টায় ১০ মেট্রিকটন চাল নিয়ে ওই দেশের আরেকটি উড়োজাহাজ চট্টগ্রাম এসে পৌঁছেছে।’
এর আগে বৃহস্পতিবার সকালে মরক্কো থেকে ১৪ টন ও ভারত থেকে ৫৩ টন ত্রানবাহী দুটি বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেছে। ওই দুই দেশ থেকে পাঠানো এই ত্রাণগুলোর মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবন, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস, মশারি, তাবু, কম্বল, ওষুধ, ও মেট্রেস রয়েছে।
তার আগে গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া রোহিঙ্গাদের জন্য ১২টন ত্রাণ পাঠিয়েছিল। তাদের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধকরণ বড়ি, মিল্ক পাউডার, খেজুর, চাল, শ্যাম্পু, তোয়ালে, কাপড়-চোপড়সহ খাদ্যপণ্য ছিল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস