শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪৪:৫৫

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে মহাসমাবেশের অনুমতি পায়নি হেফাজত

রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে মহাসমাবেশের অনুমতি পায়নি হেফাজত

নিউজ ডেস্ক: নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নেয়া ও গণহত্যা বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে কক্সবাজার ঈদগাহ ময়দানে মহাসমাবেশের অনুমতি চেয়ে পায়নি হেফাজতে ইসলাম। তাই দিনক্ষণ ঠিক রেখে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত।

এ ব্যাপারে হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানান, চট্টগ্রামে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি মিলতে পারে। রবিবার সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের বরাবরে আবেদন করা হবে।

এদিকে আগামী ৬ অক্টোবর মহাসমাবেশের দিন ঠিক ছিল। কিন্তু স্থানীয় প্রশাসন এর অনুমতি দেয়নি।

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজত আমির বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা ও অবর্ণনীয় কষ্টের কথা শুনে খুবই উদ্বিগ্ন। আজ রোহিঙ্গা মুসলমানদের অধিকাংশ নারী ও শিশু অভিভাবকহারা। শরণার্থীরা খাদ্য, পানি, ওষুধ ও স্যানিটেশনের তীব্র সংকটে রয়েছে। এসব নির্যাতিত রোহিঙ্গা মুহাজিরদের সার্বিক সহযোগিতা করা দরকার। তাই হেফাজতে ইসলাম তার অবস্থান থেকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রামের লালদিঘী ময়দানে স্মরণকালের মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। তাই সার্বিকভাবে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে- বার্মার সব পণ্য বর্জন করতে হবে, তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করতে হবে, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নেয়া ও গণহত্যা বন্ধ করতে হবে।

এসব দাবিতে গত ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে আমির আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামায়ে কেরামের এক বিশেষ জরুরি সভায় রাহিঙ্গা শরণার্থীদের ফেরত নেয়া ও গণহত্যা বন্ধের দাবিতে আগামী ৬ অক্টোবরে কক্সবাজারে মহাসমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

মিয়ানমারের সরকার ও বৌদ্ধদের কাছে মানবিকতা বলতে কিছুই নেই। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে মানবাধিকার ভূলুণ্ঠিত করেছে উল্লেখ করে মানবতার শত্রু মিয়ানমারের জালেম সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে