চট্টগ্রাম থেকে : রান্না করতে গিয়ে আগুনে ঝলসে গেছেন কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলাতান। গত রোববার চট্টগ্রাম নগরীর হালি শহরের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
ঝলসে যাওয়া সাদিয়াকে প্রথমে নেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার উন্নতি না হলে বৃহস্পতিবার তাকে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। সেখানে এইচডিইইতে ভর্তি করা হয়েছে এই স্বর্ণ কন্যাকে।
গত ১৫ই অক্টোবর হালি শহরের নিজ বাড়িতে সাদিয়া রান্না করতে গিয়েই গ্যাসের চুলা থেকে ওড়নায় আগুন লাগে। তাতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
জানা গেছে, সাদিয়ার ২৫ শতাংশ পুড়ে গেছে। কয়েকদিন চিকিৎসার পর ১৮ই অক্টোবর চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখন সাদিয়া শঙ্কামুক্ত।
তবে তার ভাই সাজ্জাদ হোসেন জানান আগুনে সাদিয়ার মুখ মন্ডলের ডানপাশ ও গলা জলসে যাওয়া তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই তাকে এইচডিইউতে রাখা হয়েছে। আগামীকাল রোববার সাদিয়ার অপেরশন হওয়ার কথা রয়েছে।
সাদিয়া ২০১০ দিল্লীতে কমনওয়েলথ শুটিংয়ে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। ১০ মিটার এয়ার রাইফেলে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়ে দেশকে এনে দিয়েছেন দলগত সোনা। ব্যক্তিগত সোনা জিতে ওই মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ান সাবরিনা সুলতানা।
এমটিনিউজ/এসবি