সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ০৮:০১:৫১

খালেদা জিয়াকে স্কুল শিক্ষার্থীদের অভ্যর্থনার ঘটনায় তদন্ত কমিটি

খালেদা জিয়াকে স্কুল শিক্ষার্থীদের অভ্যর্থনার ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
 
সোমবার বিদ্যালয়টির শিক্ষক আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
জানা গেছে, রোববার দুপুরে উপজেলার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খালেদা জিয়াকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে স্বাগত জানায়। খালেদা জিয়া এ সময় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে কক্সবাজার-টেকনাফ যাচ্ছিলেন।
 
বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নজরে আসে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতারা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন।  
 
এরপর সোমবার সকাল ১১টার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনের হুমকি দেন।
 
এ সময় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন মানিক, মিনহাজুল আলম শাওন, সাকিল চৌধুরী, ওসমান আহমেদ, আরমান খান ও অন্যরা উপস্থিত ছিলেন। এরপর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
 
প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার তিনি বিদ্যালয়ের কাজে শহরে ছিলেন। ঘটনা জানার পরে তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে