চট্টগ্রাম থেকে : বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে ঢাকা থেকে যখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন তখন রাস্তার দু’পাশ লোকে লোকরণ্য হয়ে পড়ে। বেগম জিয়ার গাড়ি বহর যখন কুমিল্লা হয়ে ফেনী পৌঁছে তখন পরিকল্পিতভাবে সরকারদলীয় সন্ত্রাসীরা বেগম জিয়ার গাড়িবহরে হামলা করে। ইলেক্ট্রনিক মিডিয়ার গাড়ি বহরেও হামলা চালিয়ে সংবাদকর্মীদের আহত করা হয়েছে, যা মিডিয়াতে প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, তারপরেও ফেনী থেকে চট্টগ্রাম সার্কিট হাউজ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও উৎসুক জনতা বিকেল থেকে রাত পর্যন্ত তাদের প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য অপেক্ষা করছিলেন। এছাড়াও চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হওয়ার পথে চট্টগ্রাম মহানগরীর রাস্তার দু’পাশ লোকে লোকারণ্য ছিল। এতে বেগম জিয়ার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ফেনীতে বেগম জিয়ার গাড়ি বহরে হামলা নিয়ে অনলাইনে আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে সেটি ভিত্তিহীন, বানোয়াট ও কারসাজিপূর্ণ।
ডা. শাহাদাত বলেন, ফেনীর হামলায় জড়িতদের নাম ও ছবিসহ মিডিয়া ও পত্র পত্রিকায় ফলাওভাবে প্রকাশিত হয়েছে। যার পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা। চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকার নামের জায়গায় আমার নাম দিয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার। আমার ৩০ বছর রাজনৈতিক জীবনে কাউকে মারা দূরের কথা, থাপ্পড় মারারও নির্দেশ দিয়েছি এমন কেউ বলতে পারবে না।
তিনি বলেন, আমি সব সময় রাজনীতির সুষ্ঠু ধারায় বিশ্বাসী এবং পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি। এছাড়াও আমার কণ্ঠ দেশবাসী চিনে ও জানে। কারণ বিভিন্ন টিভি চ্যানেলের টকশোতে আমি কথা বলে আসছি।
শাহাদাত বলেন, আমি এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই অনলাইন পত্রিকা ‘দৈনিক খবর ২৪ ডট কম’-এ আজ আনুমানিক ১.৩০ মিনিটে আমার ছবি ও আমার কণ্ঠ বলে যে অডিও ভিডিও প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে ওই সংবাদে আমার কণ্ঠ বলে যে অডিও ও ভিডিও টেপ প্রকাশ করা হয়েছে ওই ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। এছাড়া যে অনলাইনটি এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আইসিটি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেলোওয়ার হোসেন, বিএনপি নেতা এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আশরাফ চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু প্রমুখ।
এমটিনিউজ/এসএস