নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছে বুলেট ট্রেন, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক এমপি।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম (ভায়া কুমিল্লার পদুয়ার বাজার ও লাকসাম) রেলপথে আড়াই ঘণ্টার বুলেট ট্রেন চালু করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সমীক্ষা চালানো হচ্ছে।
মন্ত্রী গতকাল দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার একটি রেস্তোরাঁয় কর অঞ্চল কুমিল্লার আয়োজনে এ বছর সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, মহিলা ও তরুণ করদাতা এবং কর বাহাদুর পরিবারবর্গকে সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরও বলেন, করদাতারা পদ্মা সেতু নির্মাণহ দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একসময় নানা জটিলতার কারণে কর প্রদানকারীদের মধ্যে ভীতি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে কর প্রদানকে সহজীকরণ করায় মানুষ এখন উত্সাহের মধ্য দিয়ে কর প্রদান করছেন। করদাতারা যেন হয়রানির শিকার না হন সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য মন্ত্রী কর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী রসিকতা করে বলেন, ‘কুমিল্লার মানুষ ভালো, তাই তারা কর দিতে গিয়ে ঝামেলা করে না। এজন্য কুমিল্লা থেকে কর অফিসের কর্মকর্তারা যেতে চান না, এখানে আরেকটা বিয়ে করতে চান।’
এ সময় তিনি মঞ্চে বসা কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সামস্ উদ্দিন আহমেদকে বলেন, ‘আমনে কন আরেকটা বিয়া করতে চান কিনা? তাইলে আফজল ভাই ঘটকালি কইরব!’ মন্ত্রীর বক্তব্য শুনে অতিথি ও উপস্থিত করদাতারা হাসিতে ফেটে পড়েন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক আসাদ উল্লাহ, কর বাহাদুর পরিবারের সদস্য ও জেলা ১৪ দলের সমন্বয়ক অধ্যক্ষ আফজল খান, এফবিসিসিআইর পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কর অঞ্চলের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার সেরা করদাতারা। অনুষ্ঠানে ছয় জেলায় ছয়টি কর বাহাদুর পরিবারসহ ৫৫ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমটিনিউজ/এসবি