বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ১০:৫৭:৫১

সাকার এলাকায় বিজিবি

সাকার এলাকায় বিজিবি

চট্টগ্রাম : যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় তার জন্মভূমি চট্টগ্রামের রাউজানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুইটি গাড়ি নিয়ে ২২ জন (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি টহল দিচ্ছে। গত তিনদিন ধরে বিভিন্ন পয়েন্টে কাজ করছে আরো দুই শতাধিত বিশেষ পুলিশ। যেকোনো ধরনের নাশকতা ও হামলা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ১৯৭১ সালে সাকা চৌধুরী নির্যাতনের শিকার শহীদ পরিবারকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বহিরাগত কোনো ব্যক্তি বা সন্ত্রাসী গোষ্ঠী রাউজানে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সতর্কতাসহ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় শতাধিক বাড়তি পুলিশ রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ সদর মুন্সিরঘাটা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ গহিরা চৌমুহনীতে অবস্থান নিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী গণমাধ্যমকে জানিয়েছেন, রাজাকার সাকা চৌধুরীর রায় কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ মাঠে থাকবে। রায়কে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী রাউজানে প্রবেশের চেষ্টা করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা প্রতিহত করবে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়ে উপজেলা জুড়ে অবস্থানে রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই। দুই শতাধিক পুলিশ মাঠে কাজ করছে। পুলিশের পাশাপাশি বিজিবির একটি টিমও রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে