চট্রগ্রামে সাকার দাফন, প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। চট্টগ্রামের রাউজানে সাকার মরদেহ দাফন করা হবে।
রাউজানে গহিরা গ্রামে চৌধুরী বাড়ির পারিবারিক গোরস্তানে সাকা চৌধুরীর কবর খোড়া হয়। সেখানে তার ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরে পাশে তাকে দাফন করা হবে। চৌধুরী বাড়িতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ রাউজানে সাকার মরদেহ নিয়ে যাওয়ার প্রতিহতে ঘোষণা দেয়। তারা রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে গাছের গুড়ি দিয়ে সড়ক প্রতিবন্ধক সৃষ্টি করে। তবে পুলিশ প্রতিবন্ধক সরে দেয়।
শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলাদা আলাদাভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
২১ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২০১৫/পিবি/পিপি