মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ১১:২৩:৫৩

চট্টগ্রামে এগিয়ে ক্ষমতাসীন, দ্বিধায় ২০ দল

চট্টগ্রামে এগিয়ে ক্ষমতাসীন, দ্বিধায় ২০ দল

ঢাকা: পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের ১০টি মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে যাচ্ছে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে বিএনপি। মঙ্গলবার সময় টিভির এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, পৌরসভা নির্বাচনের আগে থেকে প্রস্তুতি থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত অনুমোদনের জন্য সে তালিকা এখন দলীয় সভানেত্রীর কাছে। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী কেউ যাতে বিদ্রোহ করতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নিয়ে রেখেছে দলের নেতারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, 'আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমার বিশ্বাস।' এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, 'আমাদের দলের কোন নেতার পক্ষে স্বতন্ত্রভাবে নির্বাচন করার কোন সুযোগ নেই।' প্রার্থী বাছাই নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখনো নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছেন বিএনপি নেতারা। বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'প্রশাসনের দলীয় ভূমিকা তো সকলেরই জানা। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি।' তবে গণগ্রেফতারের ব্যাপারে বিএনপির অভিযোগ মানতে নারাজ পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার বলেন, 'মামলার আসামি ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের গ্রেফতার অভিযান আমাদের নেই।' চট্টগ্রামের ১০টি পৌরসভায় জোটের শরীক দলগুলোর শক্ত অবস্থান না থাকায় একক প্রার্থী বাছাইয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। অপরদিকে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ এবং সাতকানিয়ায় পৌরসভায় আধিপত্যের কারণে জোটের শরীক এলডিপি ও জামায়াতকে ছাড় দিবে বিএনপি।-প্রিয়.কম ০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে