রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ০১:১৯:৩৪

চট্টগ্রামে লোকা'লয়ে হাতির পাল, আত'ঙ্কে এলাকাবাসী

চট্টগ্রামে লোকা'লয়ে হাতির পাল, আত'ঙ্কে এলাকাবাসী

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখিল এলাকায় তিনটি বাচ্চাসহ নয়টি হাতির একটি পাল লো'কা'লয়ে নে'মে এসেছে। এলাকাবাসীর মাঝে ছড়ি'য়ে পড়ে'ছে আত'ঙ্ক। খবর ইউএনবি’র।

শনিবার ভোরের দিকে হাতিগুলো লো'কা'লয়ে ঢু'কে পড়ে। বিকালে এদের অবস্থান ছিল পূর্ব কধুরখিল বাইতুল ফালাহ জামে মসজিদের সুপারি বাগান এলাকায়।হাতির পাল এলাকার ফসলি জমি ও সুপারি বাগান ত'ছন'ছ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থ'লে উপস্থিত হয়ে হাতিগুলোকে নিরা'পদে পাহাড়ে ফিরি'য়ে নেয়ার চেষ্টা চালা'চ্ছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, অনেক মানুষ হাতির পাল দেখতে জ'ড়ো হয়েছেন। এ ভি'ড়ের কারণে হাতিগুলোকে ঠিক পথে পাহাড়ে তা'ড়া'নো যাচ্ছে না।


ওসি বলেন, হয়তো খাদ্যের সন্ধা'নে অথবা পথ ভু'লে পার্শ্ববর্তী জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে হাতির পালটি নে'মে এসেছে। তবে এগুলো এখনও কোনো ধরনের তা'ণ্ড'ব চালায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে