সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০৪:৫৭

হাসপাতালে ৯ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন বাবুনগরী

হাসপাতালে ৯ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন বাবুনগরী

চট্টগ্রাম থেকে : চিকিৎসা শেষে সুস্থ হয়ে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী বড় মাদ্রাসা) ফিরলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যায় ছাড়পত্র দিয়েছেন বলে নিশ্চিত করেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী।

শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হওয়ায় দীর্ঘ ৯ দিন পর রোববার মাগরিবের নামাজের পর থেকে তিনি হাদিসের মসনদে হাজির হন বলে তিনি জানান। গত ৮ ফেব্রুয়ারি পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন এবং বমি শুরু হয়। এরপর থেকে তিনি দু'র্ব'ল হয়ে পড়েন এবং তার র'ক্তচা'প বেড়ে যায়।

শারীরিক অবস্থার অব'নতি হলে বিকালে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (প'চন) হয়ে পা ফুলে যায়। গত মঙ্গলবার সকালে হঠাৎ করে তার স্বাস্থ্যের অব'নতি ঘটলে চিকিৎসকরা তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থানান্তর করেন।

সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃ'দরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সিসিইউ থেকে কেবিনে হ'স্তা'ন্তর করেন। প্রসঙ্গত, হেফাজত মহাসচিব দীর্ঘদিন যাবৎ হৃ'দরো'গ, র'ক্তচা'প, লি'ভার, ডায়াবেটিস, কিডনি, পায়ের ইনফে'কশন এবং বা'র্ধ'ক্যজনিত রো'গসহ এ সব জ'টিল রো'গে ভু'গছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে