চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকু'ণ্ডে আকাশ থেকে ৪০ থেকে ৫০ কেজি ওজনের একটি ধাতব বস্তু উ'ড়ে এসে মাটিতে প'ড়েছে। মাটিতে পড়ার সাথে সাথেই সেটি আবার ৯ থেকে ১০ ফুট মাটিতে গেঁ'থে যায়।বর্তমানে বস্তুটি সীতাকু'ণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে। উ'দ্ধারকৃ'ত ধাতব বস্তুটিতে লাল এবং সাদা রঙের প্রলে'প রয়েছে।
সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘কাউ'ন্টার টে'ররি'জম ইউনিটের টিম এসেছিল। তারা মাটির নিচ থেকে ধাতব বস্তু উ'দ্ধা'র করে পুলিশকে বু'ঝিয়ে দিয়েছে। এখন সিআইডির টি'ম দিয়ে এটি পরীক্ষা করা হবে। আসলে বস্তুটি কোথা থেকে এসে পড়েছে তা নি'শ্চি'ত করে বলতে পারছি না।’
প্রত্য'ক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে সীতাকু'ণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে।
স্থানীয়রা দাবি করে, এটি আকাশ থেকেই পড়েছে। তাৎ'ক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘট'নাস্থল ঘি'রে রাখে। এরপরই ধাতব বস্তুর রহ'স্য উ'ন্মো'চনে তল'ব করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কাউ'ন্টার টে'ররি'জম ইউনিটকে।কাউ'ন্টার টের'রি'জম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ জানান, প্রথমে বলা হয়েছিল, এটি আকাশ থেকে পড়েছে। তাই ধা'রণা করা হয়েছিল হেলিকপ্টারের কোনো অংশ হতে পারে। এমনকি বিমানের যন্ত্রও হতে পারে। কিন্তু পরবর্তীতে মাটির নিচ থেকে তোলার পর দেখা গেলো একটি লোহার খ'ণ্ড। কিন্তু কোথা থেকে এসে এই খ'ণ্ডটি এখানে পড়েছে তা নি'শ্চি'ত হওয়া যায়নি।