একদিন পরই বিএনপি প্রার্থীর ডিগবাজি
চট্টগ্রাম : একদিন পরই আবার বিএনপি প্রার্থীর ডিগবাজি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার একদিন পর নির্বাচনে আসেন। শেষপর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম।
আজ সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নগরের চটেশ্বরী রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় তার পাশে ছিলেন মীর নাছির ছাড়াও বিএনপির কয়েকজন নেতাকর্মী। তবে রফিকুলকে সাংবাদিকদের সঙ্গে বেশি কথা বলতে দেয়া হয়নি।
সংক্ষিপ্ত ব্রিফিং করে তাকে একটি গাড়িতে তুলে দেন মীর নাছির।
প্রেস ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, সরকারি দলের ক্যাডাররা আমাকে অস্ত্রের মুখে হুমকি দিয়ে বাধ্য করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে ছিলাম, আছি এবং শেষপর্যন্ত থাকব। গ্রেপ্তার করা হলেও নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
তিনি বলেন, আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। মামলা দেয়া হয়েছে। চাপ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করা হয়েছে। এখনো চাপ রয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে কে বা কারা হুমকি দিয়েছেন তাদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। সোমবার শেষ নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখে সরকারি দলের ক্যাডাররা বিএনপির প্রার্থীকে ধরে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করে। তিনি নির্বাচনে আছেন। এটা সরকারি দল একটা নাটক করেছে।
উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের প্রবর্তক মোড়ের একটি ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রফিকুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর থেকে রফিকুলের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘোষণার পর রাতেই মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং রফিকুলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শেখ মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, তাদের প্রার্থীকে ‘কিডন্যাপ’ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করা হয়েছে।
২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�