চট্টগ্রাম: প্রাণঘা'তী করোনা ভাইরাসের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত ও অহে'তুক আ'ড্ডাবা'জি বন্ধে বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ড্রো'ন। আজ রবিবার চট্টগ্রামের কোতোয়ালি থানা পরীক্ষামূলকভাবে থানা সংশ্লি'ষ্ট বিভিন্ন এলাকায় ড্রো'নের মাধ্যমে নজ'রদা'রি করা হয়েছে। ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘর থেকে অহে'তুক বের হওয়া ব্যক্তিদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমরা বিভিন্ন উপায়ে মানুষকে সচে'তন করেছি। তবুও অনেকে অহে'তুক ঘো'রাফে'রা করছে। তাই ট'হল দেওয়া শুরু করি। কিন্তু তাতে দেখা যায়, অনেকেই আমরা গেলে গা'য়েব হয়ে যায়। আমরা চলে এলে আবারও আ'ড্ডাবা'জি শুরু করে। তাই এখন ড্রো'ন ব্যবহার করছি। এর মাধ্যমে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে আইনা'নুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, সামাজিক দূরত্ব নিশ্চি'ত এবং গলি উপগলিতে অহে'তুক আ'ড্ডাবা'জি বন্ধে চট্টগ্রামে প্রথমবারের মতো ড্রো'ন ব্যবহার করা হয়। বিকেলে কোতোয়ালি থানা এলাকার জামালখান,কাজীর দেউরি, ব্যাটারি গলি,পাথরঘাটা, আলকরণ এলাকায় পরীক্ষামূ'লকভাবে ড্রো'ন উ'ড়ানো হয়।
এদিকে ড্রো'নে থাকা ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটে'জ যা'চাই বা'ছাই শেষে দায়ীদের বিরু'দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সোমবার থেকে নিয়মিতভাবে আকাশে উড়বে ড্রো'ন। পাহারা দেবে চট্টগ্রাম। নিশ্চি'ত করবে সামাজিক দূরত্ব।