বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ০৩:৫০:১২

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ২৫৭ জনের করোনা সং'ক্রমণ

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ২৫৭ জনের করোনা সং'ক্রমণ

নিউজ ডেস্ক : চট্টগ্রামে নতুন করে ২৫৭ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনা'ক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনা'ক্তের সংখ্যা।  এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা ১ হাজার ২২৮ জনে দাঁ'ড়ালো। এখন পর্যন্ত করোনায় আক্রা'ন্ত হয়ে চট্টগ্রামে ৪৪ জনের মৃ'ত্যু হয়েছে।

বুধবার রাতে চট্টগ্রামের সিভিল সা'র্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নি'শ্চিত করেছেন। তিনি জানান,চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে মোট ৭২৬টি নমু'না পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৯৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপি'ক্যাল অ্যান্ড ইনফে'কশাস ডিজি'জেসে (বিআইটিআইডি) ২৩৯টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১৮টি নমু'না পরীক্ষা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৯ মে ২০৩টি ও ২০ মে ১৭০টি নমু'না পরীক্ষা করা হয়।

বিআইটিআইডিতে নমু'না পরীক্ষায় চট্টগ্রাম জেলার ৪১ জন, সিভাসুতে ২৮ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। চমেকের ল্যাবে নমু'না পরীক্ষায় ১৯ মে ১০১ জন এবং ২০ মে ৮১ জন শ'না'ক্ত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে