সকাল ৭টায় মহড়া, ৯টায় ভোট শেষ : মীর নাছির
চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিভাগীয় নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, জনগণ কীভাবে ভোট দেবে? যেখানে প্রত্যেক কেন্দ্রে সকাল ৭টায় সরকারদলীয় ক্যাডারদের অস্ত্রের মহড়া আর ৮টায় কেন্দ্র দখল। ঠিক ৯ টায় ব্যালট পেপার শেষ।
বুুধবার বিকেল ৩ টায় ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে নিজের চট্টশ্বরীর বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মীর নাছির বলেন, আমি প্রত্যেক ভোটকেন্দ্রে ঘুরেছি। কোনো কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারেনি। বিএনপি সমর্থকদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বের হতে দেয়নি।
চট্টগ্রামের ১০ পৌরসভায় জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, দলীয় নেতাকে হত্যাসহ নানা অনিয়মের অভিযোগ আনেন মীর নাছির। তিনি বলেন, আপনারা মিডিয়াকর্মী এরই মধ্যে জেনেছেন, শুধু ভোট কারচুপি করে তারা ক্ষান্ত হয়নি সাতকানিয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের প্রায় ১০টি পৌরসভায় কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে।
তিনি বলেন, ভোটকেন্দ্রের এমন নাজুক অবস্থা আমরাও পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আমাদের প্রার্থীদের ওপর হামলা করা হয়েছে। সরকারি ক্যাডারদের বাধার মুখে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেনি। ওই যে বলছিলাম, প্রধান নির্বাচন কমিশনার নাবালক হলে যা হয় আর কি?
রাউজান, চন্দনাইশ. সাতকানিয়া, মিরসরাইয়, বারৈয়ারহাট, স্বনদ্বীপসহ চট্টগ্রামের সব উপজেলার অবস্থা নাজুক উল্লেখ করে মীর নাছির বলেন, এসব কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপারে ভোট মেরে ব্যালট বক্স ভর্তি করা হয়েছে। ভোটের আগেই তারা জিতে গেছে।
তিনি নির্বাচন স্থগিত করে পুনঃনির্বাচনের তারিখ ঘোষণার আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণ অধিকার ছিনিয়ে নেবে বলে সরকারকে হুমকি প্রদান করেন মীর নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপিত জাফরুল ইসলাম প্রমুখ।
৩০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�