বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ০৮:৩৭:৫৩

ডা. জাফরুল্লাহর বি'রু'দ্ধে ধর্মীয় অনুভূতিতে আ'ঘাতের অ'ভিযো'গ খা'রিজ

ডা. জাফরুল্লাহর বি'রু'দ্ধে ধর্মীয় অনুভূতিতে আ'ঘাতের অ'ভিযো'গ খা'রিজ

চট্টগ্রাম : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বি'রু'দ্ধে ধর্মীয় অনু'ভূতিতে আ'ঘা'তের অ'ভিযো'গ খা'রিজ করে দিয়ে এ ঘ'টনায় সনাতন ধর্মাবলম্বীদের মা'নহা'নির অ'ভিযো'গ আমলে নিয়ে পুলিশকে তদ'ন্তের নি'র্দে'শ দিয়েছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদে'শ দেন।

বিষয়টি নি'শ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ''সম্প্রতি এক সমাবেশে দেওয়া একটি বক্তব্যের জেরে জাফরুল্লাহ চৌধুরীর বি'রু'দ্ধে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আ'ঘা'তে'র অ'ভিযো'গ আ'না হয়েছিল। আদালত ধর্মীয় অনুভূতিতে আ'ঘা'তের ধা'রাটি খা'রিজ করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের মা'নহা'নির অ'ভিযো'গ গ্রহণ করে মামলা হিসেবে রে'ক'র্ডভু'ক্ত করার আদেশ দিয়েছেন। চট্টগ্রাম নগর পুলিশের গোয়ে'ন্দা শাখাকে (ডিবি) মামলাটি তদ'ন্ত করে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবে'দন দা'খিলের নির্দে'শ দিয়েছেন।''

এর আগে আজ বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে সাংবাদিক বিপ্লব পার্থ এ সং'ক্রা'ন্ত একটি অ'ভিযো'গ জমা দিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণের আবেদন করেন। সম্প্রতি ঢাকায় এক মানববন্ধনে দেওয়া একটি বক্তব্যের জাফরুল্লাহ চৌধুরী বলেন, ''হিন্দু ধর্মের গ্রন্থ মহাভারত ও রামায়ণ দুটোর মধ্যেই প্ররো'চনা ও মি'থ্যাচা'রের গ'ল্পকা'হিনি রয়েছে।''

বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকা'শ ও প্রচার হয়। সাংবাদিক বিপ্লব পার্থ নিজেকে 'সনাতন ধর্মের অনুসারী' উল্লেখ করে তিনি ধর্মীয় অনু'ভূতিতে আ'ঘা'তের অ'ভিযো'গে দ'ণ্ডবি'ধির ২৯৫ (ক) ধা'রায় এবং সম্প্রদায়ের মা'নহা'নির অ'ভিযো'গে দ'ণ্ডবিধির ৫০০ ধা'রায় ডা. জাফরুল্লাহ'র বিরুদ্ধে মাম'লা গ্রহণের আরজি জানান আদালতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে