বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০০:৪৪

শিক্ষকদের অ'বরু'দ্ধ করে ছাত্র বি'ক্ষো'ভে উত্তা'ল হাটহাজারী মাদ্রাসা

শিক্ষকদের অ'বরু'দ্ধ করে ছাত্র বি'ক্ষো'ভে উত্তা'ল হাটহাজারী মাদ্রাসা

চট্টগ্রাম থেকে : শিক্ষকদের অ'ব'রু'দ্ধ করে বিভিন্ন দাবিতে বি'ক্ষো'ভ করছে চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। বুধবার (১৬ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদ্রাসার মাঠে ছাত্ররা এ বি'ক্ষো'ভ শুরু করে। এ সময় তারা বিভিন্ন স্লো'গা'ন দিতে থাকে।

সূত্র জানায়, হাটহাজারী মাদ্রাসা, হেফাজতে ইসলাম ও কওমি মাদরাসা বোর্ড নিয়ে (বেফাক) দী'র্ঘদিন ধ'রেই অভ্য'ন্তরীণ সম'স্যা চলছিল। এ নিয়ে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী ও সংগঠনটির মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর মধ্যে ম'তানৈ'ক্য সৃষ্টি হয়।

বি'রো'ধীদের অ'ভিযো'গ, হেফাজত আমীর আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানী প্রভা'ব বিস্তার করে সবকিছু নি'য়'ন্ত্রণে রাখতে চাইছেন। এসব দাবিতে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীর অ'পসা'রণ চেয়ে হাটহাজারী মাদ্রাসায় বি'ক্ষো'ভ করছেন ছাত্রদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাদ্রাসার সব গেট তালাব'দ্ধ করে রাখার পাশাপাশি শিক্ষকদেরও অ'ব'রু'দ্ধ করে রাখা হয়েছে। এ ছাড়া আনাস মাদানীর রু'মে ভা'ঙ'চুর চালিয়েছে বি'ক্ষু'ব্ধ শিক্ষার্থীরা। এছাড়া প্রশা'সন যাতে মাদ্রাসার ভেতরে ঢু'কে কোনো ধ'রনের হ'স্তক্ষে'প না করে সেজন্য ছাত্ররা মসজিদের মাইকে বারবার মাইকিং করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে