শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২২:২৫

আল্লামা শফীর অবস্থা সং'কটাপ'ন্ন, হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

আল্লামা শফীর অবস্থা সং'কটাপ'ন্ন, হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

চট্টগ্রাম থেকে : হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। শুক্রবার বিকেলে ৪ টার চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা রয়েছে স্বজনরা। এরপর তাকে পুরান ঢাকার আজগর আলী মেডিকেলে ভর্তি করা হবে।

বিষয়টি নি'শ্চি'ত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম। তিনি জানান, শফি সাহেব বেশ অসুস্থ। বিশেষ করে তার বুকে ব্যা'থা, উ'চ্চর'ক্তচা'প, ব'মি ও শ্বা'সক'ষ্ট বেড়েছে অ'স্বা'ভা'বিক। ডায়াবেটিসের মাত্রাও বেড়েছে। কোন খাওয়ার খাচ্ছেন না তিনি। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সং'ক'টাপ'ন্ন হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউর) ৮ নম্বর বেডে হ'স্তা'ন্তর করা হয়। হেফাজতের এক নেতা জানান, হাটহাজারী মাদ্রাসার বি'ক্ষু'ব্ধ ছাত্রদের হাতে লা'ঞ্ছি'ত ও ৩৬ ঘন্টা অ'ব'রু'দ্ধ ছিলেন হেফাজতের আমীর। এরপর তিনি গু'রু'তর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া মান'সিকভাবেও ভে'ঙ্গে পড়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে