রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১১:৫৬:১৩

ইন্টারনেটে এসব কন্টেন্ট দেখে তারা অ'পরাধে উদ্বুদ্ধ হয় : তথ্যমন্ত্রী

ইন্টারনেটে এসব কন্টেন্ট দেখে তারা অ'পরাধে উদ্বুদ্ধ হয় : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম থেকে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ধ'র্ষ'ণের মতো অ'পরা'ধ প্র'তিরো'ধে বর্তমান প্রজন্মের মনন ও মনোজগৎ পরিবর্তন করতে হবে। শুধু আইন ক'ঠো'র করে বা আইনের ক'ঠো'র প্রয়োগ করে ধ'র্ষ'ণ ব'ন্ধ করা যাবে না।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগের ছয় জন জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ''ইন্টারনেটের বিভিন্ন কন্টেন্ট দেখে অ'পরা'ধীরা ধ'র্ষ'ণ ও অন্যান্য অপরাধে উ'দ্বু'দ্ধ হওয়ার পাশাপাশি অ'পরা'ধের কৌ'শল শেখে।''

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন বিনোদন মাধ্যমে অনেক কিছু থাকে। এসব কন্টেন্ট আমাদের দেশীয় কৃষ্টি, সংস্কৃতির সাথে সাংঘ'র্ষিক। আইন শৃ'ঙ্খ'লা র'ক্ষাকারী বাহি'নীর কাছে আ'টক অ'পরা'ধীরা জানিয়েছে, এসব কন্টেন্ট দেখে তারা অ'পরা'ধে উদ্বুদ্ধ হয়।

ড. হাছান মাহমুদ বলেন, কেউ কেউ সেই অ'পরা'ধের কৌ'শল র'প্ত করে। এগুলোর বেশিরভাগই বিদেশি প্ল্যাটফর্ম। দেশে ব্যবসা সফল হওয়ার জন্য তরুণ প্রজন্মকে লক্ষ্য করে এ ধ'রনের ক'ন্টে'ন্ট তারা প্রকাশ করে বলে উল্লেখ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে