বিএনপিতে ফিরছেন অলি!
চট্টগ্রাম : বিএনপিতে ফিরে যাবার ইচ্ছা পোষণ করেছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম। তবে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে এ সিদ্ধান্ত নিতে পারেন তিনি। অবশ্য বিএনপিকে কিছু দাবি জুড়ে দিয়েছেন অলি আহমদ ।
রোববার সকালে চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড়ের নিজ বাসায় সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেন, এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যাবার জন্য সেই রকমের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তবে গত ৫ আগস্ট রাতে এমাজউদ্দীন আহমদ ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আমার রাজধানীর ডিওএইচএসের বাসায় এসেছিলেন।
তিনি বলেন, বিএনপিতে যোগদানের বিষয়ে আলাপ হয়েছে। আমি বলেছি, এটি শুধু আমার একার বিষয় নয়, রাজনৈতিক দলের বিষয়। বিএনপি চেয়ারপারসন কিংবা দলটির মহাসচিব কেউই আমার সাথে এ বিষয়ে কথা বলেননি। সে কারণে বলতে পারছি না, আমরা বিএনপিতে একীভূত হচ্ছি কিনা।
অলি আহমদ বলেন, বিএনপি একটি বৃহৎ দল। তারা আমেরিকার মতো বড় দেশ আর আমরা ভূটানের মতো। সে হিসেবে আমি বিএনপিতে গিয়ে বিএনপির চেয়ারম্যান হয়ে যাব তা না। এলডিপি দেশের নিবন্ধিত পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল। এ দলে সাবেক বেশ কয়েকজন এমপি-মন্ত্রীও আছেন। প্রেসিডিয়াম এবং অঙ্গদলগুলোও শক্তিশালী। যোগ্যতা অনুযায়ী মূল্যায়নের জন্য আলোচনার প্রয়োজন আছে।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তাদের মনোনয়নের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সেখানে একটা সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দুদিন আগে ২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি চেয়ারপারসন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিএনপির ৩১ জন সাবেক মন্ত্রী-এমপি নিয়ে দল থেকে বেরিয়ে এলডিপি গঠন করেন অলি আহমদ।
প্রথমদিকে বিএনপির আরেক প্রবীণ নেতা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা গঠন করে আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়ে তুললেও অল্পদিনের মধ্যেই সরে যান বি. চৌধুরী। একপর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় অলি আহমদের।
বেশ কিছুদিন ধরে দলটি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক হয়ে বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট কপিল উদ্দিন, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।
৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�