বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ০৬:২০:৫২

কলেজ ছাত্রী সুপর্নার জীবন বাঁচাতে সাহায্যের আহ্বান

কলেজ ছাত্রী সুপর্নার জীবন বাঁচাতে সাহায্যের আহ্বান

চট্টগ্রাম থেকে : সুপর্না চট্টগ্রাম সিটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান অনুষদের ছাত্রী একজন মেধাবী শিক্ষার্থী। বয়স মাত্র ১৭ বছর। এসএসসি তে ভালো রেজাল্ট করে  কলেজে ভর্তি হয়ে নতুন বই পড়াও শুরু করেছিল স্বপ্নপূরণে। এই বয়সে যখন সমবয়সী ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর, সুপর্না হাসপাতালের বিছানায় শয্যাশায়ী, লড়াই করছে জীবন- মৃত্যুর দোরগোড়ায়।  

৩১ অক্টোবর ২০২০,প্রচন্ড ব্যাথা, উচ্চ রক্তচাপ,ও অন্যান্য  জটিলতা এবং uremic encephalopathy  দেখা দেয়ার সুপর্নাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।।সেখানে যাবতীয় টেস্ট  করার পর ডাক্তাররা তার কিডনীজনিত রোগ Chronic kidney disease (CKD) শনাক্ত করেন। তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে। সুপর্নার রক্তের creatinine লেভেল ছিল ১১.৭ (স্বাভাবিক মাত্র ০.৫ - ১.১)।

তাকে সেখানে ২বার ডায়ালাইসিস করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের জন্য বলা হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল হওয়ার তাকে তার পরিবার তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগে স্থানান্তর করে। বর্তমানে সুপর্নার দুইটি কিডনীই অচল এবং তাকে বাচিয়ে রাখার জন্য প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করানো হচ্ছে। যার অর্থ জোগাড় করতেই তার বাবা হিমশিম খাচ্ছে।

তার চিকিৎসা এবং কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা প্রয়োজন। তার বাবা একজন স্বল্প আয়ের চাকুরীজীবি। পরিবারে তার বড় বোন সুকন্যা (স্নাতক ৪র্থ বর্ষ) এবং মা বাবা রয়েছে। তার বাবা ছাড়া পরিবারে আর কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। তার পরিবারের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসার খরচ বহন করার জন্য তাদের কোন সম্পত্তি বা জমানো অর্থ নেই। 

একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এ বিশাল অংকের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের সবার সামান্য অনুদানে সুপর্ণা আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। আমাদের সামান্য কিছু সাহায্যে একজন ১৭ বছরের মেধাবী মেয়ের জীবন বাচতে পারে। সুপর্ণার জীবন বাঁচাতে সাহায্য করতে চাইলে বিকাশ নং: সুকন্যাঃ  ০১৮৮০০৮৭১৮১ (personal), সুস্মিতাঃ 01853097085 (personal)। ডাচ বাংলা একাউন্ট : Account Holder : Sukanya, Account Number : 7017418645366

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে