 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
চট্টগ্রাম থেকে : হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ''যদি কোথাও কোনো ভাস্কর্য হয়, যে দলই করুক, সেটি যদি আমারও হয়, আমি টেনেহিঁচড়ে ফেলে দেব।'' আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুনায়েদ বাবুনগরী বলেন, ''প্রধানমন্ত্রী বলেছিলেন যে, মদিনা সনদে দেশ চলবে। আমরাও তাই চাই। কিন্তু, মদিনা সনদে তো ভাস্কর্যের কোনো উল্লেখ নেই। আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। হেফাজতে ইসলামও কোনো অরাজকতা চায় না।'' এরপর রাত পৌনে ৮টার দিকে জুনায়েদ বাবুনগরীর বক্তব্য শেষ হলে কোরআন মাহফিল সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।
বাবুনগরী বলেন, ''সরকার ও প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে। মামুনুলের মাহফিলে অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তি থাকায় তিনি আসেননি। হেফাজতে ইসলাম সবসময় শান্তির পক্ষে। মামুনুল না আসলেও, তার নামে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, আমরা সরকারের কাছে এর প্রতিকার চাই।''