শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৩৮:৩৪

পুরুষশূন্য বাসায় ঢুকে নারীদের স্পর্শকাতর নানা প্রশ্ন, গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা

পুরুষশূন্য বাসায় ঢুকে নারীদের স্পর্শকাতর নানা প্রশ্ন, গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা

চট্টগ্রামে গাইনি চিকিৎসক পরিচয়ে টিকা দেওয়ার নাম করে নারীদের শ্লীলতাহানির অভিযোগে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃত রাশেদ নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে নগরীর কাজীর দেউরি এলাকায় একটি বাসায় প্রবেশ করেন। পুরুষশূন্য ওই বাসায় ঢুকে নারীদের স্পর্শকাতর নানা প্রশ্ন করে বিব্রত করতে থাকেন। পরে তাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা চালান কথিত চিকিৎসক রাশেদ।

পরে হয়রানির শিকার নারীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে রাশেদকে আটক করে পুলিশে তুলে দেয় বলে জানান সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তবে আটককৃত রাশেদ নিজেকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিলেও তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া রাশেদের বক্তব্যও ছিল বিভ্রান্তিকর ও এলোমেলো।  এ ঘটনায় হয়রানির শিকার এক নারী বাদী হয়ে কোতোয়ালি থানায় রাশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে