মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১, ১০:৫২:৫৫

চট্টগ্রামে সংঘর্ষ ও গোলাগুলি, ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

চট্টগ্রামে সংঘর্ষ ও গোলাগুলি, ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

চট্টগ্রাম: চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী সহিংসতায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার রাতে নগরের ডবলমুরিং থানার ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম আজগর আলী বাবুল (৫৫)। গোলাগুলির ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আজগর আলী বাবুল নামে একজনের মৃত্যু হয়েছে।

উপ-পুলিশ কমিশনার ফারুক জানান, পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে রাত ৮টার দিকে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে একপর্যায়ে দুজন গুলিবিদ্ধ হয়। যাদের মধ্যে একজন মারা যান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে