চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক এলাকার চে'কপো'স্টে যাত্রী পরিবহনের সময় সরকারি অ্যাম্বুলেন্স আ'ট'ক করেছে আইন-শৃ'ঙ্খলা র'ক্ষাকারী বাহি'নী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি আ'টক করা হয়।
পরে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা ভ্রা'ম্যমা'ণ আদা'লত পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, আনোয়ারা উপজেলা থেকে যাত্রী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সকালে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। মইজ্জ্যেরটেক এলাকায় বসা'নো চে'কপো'স্টে ত'ল্লাশির মু'খে পড়লে যাত্রীদের না'মিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটি আ'ট'ক করে পুলিশ।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, যাত্রী নে'ওয়ার দা'য়ে অ্যাম্বুলেন্সটি পুলিশ আ'টক করে। স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি হওয়ায় রোগীদের কথা চিন্তা করে এক হাজার টাকা জরিমানা করে ছে'ড়ে দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দিন জানান, যাত্রী নিয়ে শহরে যাওয়ার অভিযোগে হাসপাতালে অ্যাম্বুলেন্সচালককে জ'রিমা'না করার বিষয়টি শুনেছি। এ বিষয়ে চট্টগ্রাম সির্ভিল সা'র্জ'ন মহোদয়ের কাছে আবেদন করা হবে।