সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ০৮:৩৪:০২

নগর জুড়ে চুরি করে বেড়ান তিন ভাই, সহযোগিতা করে বউরাও

নগর জুড়ে চুরি করে বেড়ান তিন ভাই, সহযোগিতা করে বউরাও

তিন ভাই। একজন রিকশা চালান। অন্য দুইজন যাত্রী। ঘুরে বেড়ান শহরজুড়ে। খালি বাসা লক্ষ্য করেন। এক ভাই ঢুকে পড়েন বাসায়। অন্য দুইজন দুই দিকে পাহারা দেন। এভাবে নগর জুড়ে চুরি করে বেড়ান তিন ভাই। একটি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে তিন ভাইয়ের সন্ধান পেয়েছে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ। সোমবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন ভাই হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মীরপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. মঈনুদ্দিন মনির, ইব্রাহিম খলিল ও মো. রহিম। 

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, গত ১১ অক্টোবর এস এস খালেদ রোডের এবিসি মাহবুব হিলস নামের ভবনের তিন তলায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করেন আবরারা বেগম নামে এক নারী। মামলাটির তদন্তে নেমে ইব্রাহিম খলিলকে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে সে। তার দেয়া তথ্য অনুযায়ী তার দুই ভাই ও ভাইয়ের বউ এবং সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাসা থেকে চুরি যাওয়া টাকা, ডলার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে