চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজার মসজিদ। চালহাটা মসজিদ নামে পরিচিত এই মসজিদের মুয়াজ্জিন মাওলানা মনির আহমদ। স্থানীয়দের পাশাপাশি বাজারে আসা মানুষজনের কাছে অতি পরিচিত মুখ তিনি। প্রায় ৪০ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছিলেন। এরমধ্যে নানা প্রতিকূলতা এলেও দায়িত্ব ছেড়ে যাননি। মাদ্রাসায় শিক্ষিত পরিপূর্ণ মাওলানা হওয়ায় বিভিন্ন জায়গায় ভালো বেতনে কাজের সুযোগ পেলেও যাননি। শেষ পর্যন্ত সেই মসজিদেই হার্ট অ্যাটাকে ৬৫ বছর বয়সে মারা যান এই মুয়াজ্জিন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাতে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন মাওলানা মনির আহমদ। এরপর তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
জানা যায়, উত্তর ফটিকছড়ির দাঁতমারার শান্তিরহাটের বাসিন্দা মাওলা মনির আহমদ। নাজিরহাট বড় মাদ্রাসা থেকে দাওয়ায়ে হাদিস শেষ করে ১৯৮১ সালে থাকা-খাওয়ার সঙ্গে ৩ হাজার টাকার বেতনে বাজার মসজিদে মুয়াজ্জিন হিসেবে যোগ দেন তিনি। সেই থেকে এই মসজিদেই কেটে যায় জীবনের ৪০টি বছর। এরমধ্যে বিভিন্ন জায়গায় ভালো বেতনে কাজের সুযোগ পেয়েছিলেন।