বন্দরনগরী চট্টগ্রামের খাজা রোডের সাবান ঘাটা ও চকবাজার থানার কাপাসগোলা এলাকায় দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে হওয়া ভূমিকম্পে ভবন দুটি হেলে পড়েছে।
শুক্রবার ( ২৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘খাজা রোডের দিকে একটি এবং চকবাজারের কাপাসগোলার দিকে আরেকটি ভবন হেলে পড়েছে বলে খবর পেয়েছি। এ ভবনগুলো পাশের একটি ভবনের সঙ্গে লেগে আছে বলে জানা গেছে। আমাদের অথরাইজড অফিসার ভবনগুলো পরিদর্শনে গেছেন। ভবনগুলো দেখে আসার পর বিস্তারিত বলতে পারব।’
এদিকে খাজা রোডের হালিমা ভবন নামে ৪ তলা ভবন হেলে পড়ার খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই ভবন পরিদর্শন করেছেন।