শনিবার, ২৭ নভেম্বর, ২০২১, ০৪:৪৮:২৭

আজও ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

আজও ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

চট্টগ্রামে আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪.২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। আজ শনিবার ৩টা ৪৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। তবে, শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। এতে চকবাজারের কাপাসগোলা সড়কের  রহমান ভিলা হেলে পড়ে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে যায়। 

একইভাবে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় হেলে পড়ে আরেকটি বহুতল ভবন। ওই ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে